শুধু ‘কসম করছি’ বললে কসম সংঘটিত হবে কি
প্রশ্ন
কেউ যদি ‘আল্লাহর নামে কসম করছি’ না বলে শুধু ‘কসম করছি’ বলে তাহলে কি কসম সংঘটিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহর নাম উল্লেখ না করে শুধু কসম করছি বললেও কসম সংঘটিত হয়ে যায়। ইবরাহীম নাখায়ি (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন-
سَوَاءٌ عَلَى الرَّجُلِ أَنْ يَقُولَ : أُقْسِمُ ، أَوْ أُقْسِمُ بِاَللَّهِ
‘আমি শপথ করছি এবং আমি আল্লাহর নামে শপথ করছি উভয়টা দ্বারাই কসম সংগঠিত হয়।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১২৪৭২]
বাদায়েউস সানায়ে ৩/১৪; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم