ড. খলিলুর রহমান মাদানী

তাকদিরের উপর ঈমান আনার অর্থ কী

প্রশ্ন                                                                                                         

ঈমানে মুফাসসলের মধ্যে তাকদিরের উপর ঈমান আনার কথা বলা হয়েছেতাকদিরের উপর ঈমান আনার অর্থ কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

তাকদীর এর শাব্দিক অর্থ নিয়তি বা ভাগ্য। পারিভাষিক অর্থ হলো এই বিশ্বাস করা যে, বিশ্বজগতে এ পর্যন্ত যা কিছু ঘটেছে সবই আল্লাহর ইচ্ছাতেই ঘটেছে, এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে সবই আল্লাহর ইচ্ছাতেই ঘটবে। অতীত ও ভবিষ্যতের সকল বিষয় সম্পর্কে আল্লাহ পূর্ণ অবগত এবং সকল কিছু তার নির্দেশেই হয়। এ বিশ্বাসের উপর ঈমান আনয়ন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ও তাআলা বলেন, اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ অর্থ: ‘আমি প্রত্যেক বস্তুকে তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি।’ [সূরা ক্বামার, আয়াত: ৪৯] অন্যত্র আল্লাহ সুবহানাহু ও তা’আলা বলেন, مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ فِی الْاَرْضِ وَ لَا فِیْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِیْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌۚۖ অর্থ: পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোনো মুসীবত আসে না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। এটা (করা) আল্লাহর জন্য খুবই সহজ। [সূরা আল-হাদীদ, আয়াত: ২২]  তিনি আরো বলেন, مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَ مَنْ یُّؤْمِنْۢ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ وَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ অর্থ: আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। [সূরা আত-তাগাবুন, আয়াত: ১১] তিনি আরো বলেন, قُلْ لَّنْ یُّصِیْبَنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَا ۚ هُوَ مَوْلٰىنَا ۚ وَ عَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ অর্থ: বলে দাও, আল্লাহ আমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তাছাড়া অন্য কিছুই আমাদের ঘটবে না, তিনিই আমাদের রক্ষক, আর আল্লাহর উপরই মু’মিনদের ভরসা করা দরকার। [সূরা তওবা, আয়াত: ৫১]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم