মিশকাতুল মাসাবীহ সংক্ষিপ্ত পরিচিতি- مشكوة المصابيح
মিশকাতুল মাসাবীহ সংক্ষিপ্ত পরিচিতি- مشكوة المصابيح
- مؤلف مشكوة المصابيح : محمد بن عبد الله الخطيب التبريزي (ت. 741 هـ / 1340 م) »يحيى بن علي بن محمد الشيباني التبريزي، ويكنّى بأبي زكريا، ويشتهر بالخطيب التبريزي.
- مؤلف كتاب مصابيح السنة : الإمام محيي السنة وقامع البدعة أبو محمد الحسين بن مسعود الفراء البغوي رفع الله درجته
- مشكاة المصابيح أصله كتاب مصابيح السنة للبغوي، وهو كتاب جمع فيه صاحبه متون الأحاديث، وقام بترتيبها على طريقة كتب الجوامع، مع الحكم عليها بالصحة أو الحسن أو غيرها
- কিতাবটিতে তিনটি বাব রযেছে: ১ম বাব বা পার্টের প্রথম পার্টে বুখারী মুসলিমের বর্ণনা এবং, দ্বিতীয় পার্টে সুনানে আরবাআ তথা আবু দাউদ, নাসায়ী, তিরমিজী এবং ইবনে মাজাহ এর বর্ণনা এবং তৃতীয় পার্টে অন্যান্য হাদীস গ্রন্থের বর্ণনা দিয়ে তিনি পুরো কিতাবকে সাজান।
- ইমাম বাগাভী (রহ.) তাঁর কিতাবটি প্রসিদ্ধ হাদীস সংকলন, যথা- বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, জামে তিরমিজি ইত্যাদি গ্রন্থ থেকে সংকলন করেন। কিতাবটি লেখার ক্ষেত্রে ইমাম একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করেন। এ বিষয়ে তিনি ভূমিকায় লিখেন-
- ইমাম বাগাভী লিখিত ‘মাসাবীহুস সুন্নাহ্’ ও খতীব তিবরিজী লিখিত ‘মিশকাতুল মাসাবীহ্’ কিতাব দু’টি প্রথম থেকেই মুহাদ্দিসগণ থেকে শুরু করে সর্বসাধারণ পর্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে। এ দাবীর স্বপক্ষে শুধু এটুকু উল্লেখ করা যথেষ্ট যে, ইমাম বাগাভীর ‘মাসাবীহুস সুন্নাহ’র ব্যাখ্যা গ্রন্থের সংখ্যা প্রায় পঞ্চাশের কাছাকাছি!! (দেখুন: মাসাবীহুস সুন্নাহ্ (মুহাক্কিকের ভূমিকা), খণ্ড: ১, পৃষ্ঠা: ৬৪-৭২) আর ‘মিশকাত শরীফ’ -এর ব্যাখ্যা গ্রন্থের সংখ্যাও পঁচিশের ঊর্ধে! তার মধ্যে হিন্দুস্থানী আলিমগণের প্রায় ১৫ টির উপর ব্যাখ্যাগ্রন্থ রয়েছে! (দেখুন: আব্দুল হাই আল-হাসানী, আছছাক্বাফাল ইসলামিয়্যাহ্ ফিল হিন্দ, পৃষ্ঠা: ১৫৪-১৫৫)
- মিশকাত শরীফে প্রায় ৬৩০০ টির মতো হাদীস আছে। তাতে বুখারী, মুসলিম, মুয়াত্তা মালেক, মুসনাদে আহমদ, মুসনাদে শাফিঈ, সুনানে আবু দাউদ, জামে তিরমিজী, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহ্, সুনানে দারেমী, সুনানে দার-কুতনী, আসসুনানুল কুবরা লিলবায়হাক্বী ইত্যাদি গুরুত্বপূর্ণ হাদীস সংকলনগুলোর বহু হাদীস এসে গেছে। (তিবরিজী, মিশকাত, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪-৬)। والله اعلم بالصواب